Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর

হরিণাকুন্ডু, ঝিনাইদহ।

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)

১। ভিশন মিশনঃ

ভিশনঃ সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ আমিষ নিশ্চিতকরণ ও প্রাণিসম্পদের উন্নয়ন

মিশনঃ প্রাণিস্বাস্থ্য সেবা প্রদান, প্রাণির উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ

২। প্রতিশ্রুতি সেবাসমূহঃ

ক্রমিক নং

সেবার নাম

প্রয়োজনীয় কাগজপত্র / আবেদন ফরম প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

সেবা প্রদানে সর্বোচ্চ সময়

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার / কর্মচারীর পদবি, রুম নম্বর, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

গবাদিপশু পাখির চিকিৎসা প্রদান

মৌখিক আবেদন

উপজেলা প্রাণি হাসপাতাল

বিনামূল্যে / সরকার নির্ধারিত মূল্যে (অফিস সময়ের পর)

১:৩৫ মিঃ

ভেটেরিনারি সার্জন / উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ফোনঃ ০৪৫২২৭৪০০৭

মেইলঃ ulohorinakondo@gmail.com

গবাদিপশুর কৃত্রিম প্রজনন

মৌখিক আবেদন

উপজেলা এবং ইউনিয়ন কল্যাণ কেন্দ্র

হিমায়িত সিমেনঃ ৩০/-

গাভী গরম হওয়ার ৮-১৮ ঘণ্টার মধ্যে

কৃত্রিম প্রজনন শাখা / উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (এআই); এ, আই টেকনিশিয়ান। ভেটেরিনারি সার্জন / উপজেলা প্রাণিসম্পদ অফিসার (প্রযোজ্য ক্ষেত্রে)

ফোনঃ ০৪৫২২৭৪০০৭

গবাদিপশুর টিকাদান

মৌখিক / লিখিত আবেদন

উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ইউনিয়ন কল্যাণ কেন্দ্র

তড়কাঃ ০.৫০/- 

ক্ষুরারোগঃ ১০/-

বাদলাঃ ১.৫০/-

গলাফুলাঃ ০.৬০/-

পিপিআরঃ ০.৫০/-

জলাতংকঃ ২৫/-

গোট পক্সঃ ০.৫৫/-

টিকাপ্রাপ্তি সাপেক্ষে ২ দিন হতে ৭ দিন

উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা

ভেটেরিনারি সার্জন / উপজেলা প্রাণিসম্পদ অফিসার (প্রযোজ্য ক্ষেত্রে)

হাঁস-মুরগী ও গৃহপালিত পাখির টিকাদান

মৌখিক / লিখিত আবেদন

উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ইউনিয়ন কল্যাণ কেন্দ্র

আরডিভিঃ ০.১৫/-

বিসিআরডিভিঃ ০.১৫/-

ফাউল কলেরাঃ ০.৩০/-

ফাউল পক্সঃ ০.২০/-

পিজিয়ন পক্সঃ ০.১০/-

ডাকপ্লেগঃ ০.৩০/-

গামবোরোঃ ০.২০/-

সালমোনেলাঃ ০.৪৫/-

মারেক্সঃ ০.৩৫/-

টিকাপ্রাপ্তি সাপেক্ষে ১ দিন হতে ৭ দিন

উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা / অফিস সহকারী

 

ভেটেরিনারি সার্জন / উপজেলা প্রাণিসম্পদ অফিসার (প্রযোজ্য ক্ষেত্রে)

কৃষক / খামারী প্রশিক্ষণ

মৌখিক / লিখিত আবেদন

উপজেলা প্রাণিসম্পদ অফিসারের কার্যালয়

বিনামূল্যে

১ দিন হতে ৩ দিন

উপজেলা প্রাণিসম্পদ অফিসার

ক্ষতিপুরণ প্রদান

মৌখিক / লিখিত আবেদন

উপজেলা প্রাণিসম্পদ অফিসারের কার্যালয়

বিনামূল্যে

৩০ দিন

উপজেলা  নির্বাহী অফিসার / উপজেলা প্রাণিসম্পদ অফিসার

ক্ষুদ্রঋণ বিতরণ

লিখিত আবেদন

উপজেলা প্রাণিসম্পদ অফিসারের কার্যালয়

৪% সুদ ৩% সার্ভিস চার্জসহ মোট ৭%

১৫ দিন

উপজেলা প্রাণিসম্পদ অফিসার

পুর্ণবাসন ও উপকরণ সহায়তা প্রদান

অগ্রাধিকার তালিকা (উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক প্রদত্ত)

বিনামূল্যে

বৎসরের সকল দুর্যোগকালিন সময়

জেলা প্রশাসক / জেলা প্রাণিসম্পদ অফিসার / উপজেলা  নির্বাহী অফিসার / উপজেলা প্রাণিসম্পদ অফিসার

দুর্যোগকালিন সময়ে জরুরী সেবাপ্রদান

তালিকা

উপজেলা প্রাণিসম্পদ অফিসারের কার্যালয়

বিনামূল্যে

প্রাপ্তি সাপেক্ষে ১ দিন থেকে ৭ দিন

ভেটেরিনারি সার্জন / উপজেলা প্রাণিসম্পদ অফিসার

১০

উন্নত জাতের ঘাসের চারা / বীজ বিতরণ

মৌখিক / লিখিত আবেদন

উপজেলা প্রাণিসম্পদ অফিস

বিনামূল্যে

১ দিন

ভেটেরিনারি সার্জন/উপজেলা প্রাণিসম্পদ অফিসার (প্রযোজ্য ক্ষেত্রে)

১১

খামার রেজিস্ট্রেশন

প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটঃ www.dls.gov.bd বা উপজেলা প্রাণিসম্পদ অফিসারের কার্যালয়ে আবেদন ফরম পাওয়া যাবে

সরকার নির্ধারিত মূল্য (তালিকা সংযুক্ত)

১৫ দিন

উপজেলা প্রাণিসম্পদ অফিসার

জেলা প্রাণিসম্পদ অফিসার

১২

জনগণের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিকরণ

উপজেলা প্রাণিসম্পদ অফিস

বিনামূল্যে

৩ দিনের মধ্যে

উপজেলা প্রাণিসম্পদ অফিসার

১৩

পশু খাদ্য উৎপাদন, আমদানি, সংরক্ষণ ও বিপণন লাইসেন্স

প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটঃ www.dls.gov.bd বা উপজেলা প্রাণিসম্পদ অফিসারের কার্যালয়ে আবেদন ফরম পাওয়া যাবে

সরকার নির্ধারিত মূল্য

(তালিকা সংযুক্ত)

৩০ দিন

ভেটেরিনারি সার্জন / উপজেলা প্রাণিসম্পদ অফিসার,

জেলা প্রাণিসম্পদ অফিসার (প্রযোজ্য ক্ষেত্রে)

মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর

যথাসময়ে সেবা না পেলে যার সহায়তা চাইবেনঃ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ঝিনাইদহ।